এক ইউনিয়নেই ২১বছর প্রশাসনিক কর্মকর্তা রহমত উল্লাহ

আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৩:০৭:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৩:০৭:২২ অপরাহ্ন


এম মনির চৌধুরী রানা : চট্টগ্রামে বোয়ালখালীতে এক ইউনিয়নে এক যৌগে ২১বছর দায়িত্ব পালন করেছেন। ৫নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন শেষে  ১১ মে, রবিবার, বিদায় নিলেন প্রশাসনিক কর্মকর্তা রহমত উল্লাহ।


তিনি দীর্ঘ ২১বছর একটি পরিষদে কর্মরত থাকার পর আজ বিদায় নিলেন। সারোয়াতলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রহমত উল্লাহ বদলি জনিত কারণে বিদায়ী দিলেন সারোয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বেলাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ও মহিলা সদস্যবৃন্দ,কর্মকর্তা ও গ্রাম পুলিশবৃন্দ।


ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষরা বলেন, সারোয়াতলী ইউনিয়ন পরিষদ কে সুন্দর করে পরিচালনার জন্য আলহাজ্ব মোঃ বেলাল হোসেন চেয়ারম্যান এর পাশাপাশি রহমত উল্লাহ যথেষ্ট ভূমিকা ছিল। বিশেষ করে প্রতিটি ওয়ার্ডের মানুষ যখনই যে কাজেই তাঁর কাছে গিয়েছে আপনি সেই কাজ দ্রুততারসহিত সম্পাদন করে দিয়েছেন। আর যেই কাজ তাঁর দায়িত্বের বাহিরে ছিল তার জন্য তিনি পরামর্শ দিয়েছেন।


বিদায় দেওয়ার দ সময় চেয়ারম্যান ও উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, পরবর্তী কর্মস্থল যেখানেই হোক মহান আল্লাহর দরবারে রহমত উল্লাহ’র সুস্বাস্থ্য, সফলতা এবং দীর্ঘায়ু কামনা করেন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]