তল্লাশী পরোয়ানামূলে শিশু কন্যা তানহা (৮ মাস) ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ড এলাকা হতে উদ্ধার।

আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০১:২৯:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০১:২৯:২৫ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক : তল্লাশী পরোয়ানামূলে শিশু কন্যা তানহা (৮ মাস) ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ড এলাকা হতে উদ্ধার।


গত ০২/১১/২০২৪ তারিখে ফরিদপুর জেলার নগরকান্দা থানার রামপাশা এলাকায় পপি বেগম (৩৭) এর সহিত তার স্বামী মো: কাইয়ুম বিশ্বাস (৪০) এর খোলা তালাক হয় এবং তার শিশু কন্যা তানহা আক্তার (৮ মাস)'কে তার স্বামী মো: কাইয়ুম বিশ্বাস জোর করে রেখে দেয়।


পরবর্তীতে পপি বেগম তার কন্যাকে আনতে গেলে তার সাবেক স্বামী তার কন্যা তানহা'কে দিতে অস্বীকৃতি জানায়। পপি বেগম তার কন্যা শিশুকে উদ্ধারের নিমিত্তে বিজ্ঞ আদালতে নগরকান্দা পিটিশন নং- ৪১১/২৪, ধারা- ফৌ: কা: বি: ১০০, তারিখ- ০৪/০৫/২০২৫ইং দাখিল করেন। অত্র পিটিশনের তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে গতকাল ১১/০৫/২০২৫ তারিখ সন্ধ্যা ১৭:১০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ফরিদপুর জেলার কোতোয়ালি থানার নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তানহা আক্তার (৮ মাস)'কে উদ্ধার করে।



উদ্ধারকৃত ভিকটিমকে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় হস্তান্তর করা হইল।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]