নানা আয়োজনে রাজস্থলীতে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

আপলোড সময় : ১১-০৫-২০২৫ ১১:১৮:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৫ ১১:১৮:৩১ অপরাহ্ন


রাজস্থলী (রাঙ্গামাটি)। রাঙ্গামাটির রাজস্থলীতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়েছে।


এছাড়াও, ধর্মীয়  দিবসটি উপলক্ষে নানা আয়োজনে সজ্জিত এবং মুখরিত ছিলো স্থানীয় বিহারগুলো। রবিবার (১১ মে) বুদ্ধ পূর্নিমা উপলক্ষে সকাল থেকে  বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিহারগুলোতে বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসেন ভান্তেদের জন্য। এছাড়াও বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করেন তারা। 


উপজেলার রাজস্থলী মৈত্রী বিহার, কাকড়াছড়ি পাড়া মঙ্গল সুখ মৈত্রী বিহার, তাইতং পাড়া জয়সুখ বিহার, আমছড়া পাড়া বৌদ্ধ বিহার, মহাজন পাড়া বৌদ্ধ বিহার, লংগদু পাড়া বৌদ্ধ বিহারসহ বাঙ্গালহালিয়ার বিভিন্ন বিহারে সুষ্ঠুভাবে উদযাপিত হয়েছে বুদ্ধ পূর্ণিমা। 


রাজস্থলী সার্কেল চীফ মোঃ বেলায়েত হোসেন (বিপিএম) এর নেতৃত্বে রাজস্থলী থানার একটি চৌকস টিম উপজেলার বিভিন্ন বিহারগুলোতে শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]