মুলাদী প্রতিনিধিঃ মুলাদীতে সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক, দৈনিক কালের ছবির উপজেলা প্রতিনিধি ও সাবেক কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম সিকদারের উপর ছাত্রলীগ নেতার হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।
গতকাল রবিবার বিকাল ৫টায় মুলাদী প্রেসক্লাব শাজাহান মাহমুদ বাদশা স্যার মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নজরুল ইসলাম সিকদার বলেন, আমি শনিবার রাত আনুমানিক ১০টার দিকে দৈনিক বরিশাল বার্তা পত্রিকার মুলাদী উপজেলা প্রতিনিধি আঃ রশিদ হাওলাদারের সাথে মুলাদী পৌরসভা সংলগ্ন মাঠে দাড়িয়ে কথা বলতে ছিলাম। হঠাৎ করে ছাত্রলীগ নেতা সজীব ও তার সহযোগীরা দেশিয় অস্ত্র নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। এতে আমি মাথায় গুরুতর জখম সহ আহত হই। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে মুলাদী হাসাপাতালে ভর্তি করে। আমি রাতে মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
তিনি আরও বলেন, ১১ মে রবিবার সকাল ১১টায় আমি জানতে পারি আমার অভিযোগের বিষয় শুনে রাত ৩টায় সজীব মুলাদী হাসপাতালে ভর্তি হয়। আমার প্রশ্ন রাত ১০টায় আমার উপর হামলা করে কিভাবে রাত ৩টায় একজন সুস্থ মানুষকে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ভর্তি করলেন।
এসময় নজরুল ইসলাম সিকদার বলেন, সজীব মুলাদী ছাত্রলীগের একজন সক্রীয় কর্মী, তিনি বিগত আওয়ামীলীগের আমলে মুলাদী উপজেলার আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক মেয়র শফিক উজ্জামান রুবেলের ছাত্রছায়ায় থেকে মুলাদীতে মাদক সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলো এবং অন্যের জমি দখল করাই ছিল তার নিত্য দিনের কাজ। বর্তমানে ছাত্রলীগ নেতা সজীব কতিপয় বিএনপি নেতার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অপকর্ম করার পায়তারা চালিয়ে যাচ্ছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন নেতা কিভাবে প্রকাশ্যে সাংবাদিকর উপর হামলা সহ নানা অপকর্ম করছে এমনটাই প্রশ্ন আহত সাংবাদিক নজরুল ইসলামের।
এব্যাপারে মুলাদী থানার অফিসার ইচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, আমি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে দ্রæত ব্যবস্থা গ্রহন করবো।