আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছে ছাত্রসমাজ।

আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০১:৪৩:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০১:৪৩:১৭ পূর্বাহ্ন



মো নাহিদুর রহমান শামীম মানিকগঞ্জ, আজ রাত সাড়ে সাতটার দিকে, মানিকগঞ্জ ছাত্রসমাজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে, মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের রফিক চত্বর থেকে একটি মশাল মিছিল বের করে, মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় রফিক চত্বরে এসে শেষ হয়।


মিছিলে অংশগ্রহণকারীরা সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগান দেন, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।


ছাত্রসমাজের নেতাকর্মীরা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের, শাসনামলে দেশের সাধারণ জনগণের বাকস্বাধীনতা হরণ, মানবাধিকার লঙ্ঘন ও রাষ্ট্রীয় দমন-পীড়নের মাধ্যমে বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করা হয়েছে। তারা বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে ভিন্নমত দমন, গুম-খুন, সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে জনগণের ন্যায়সঙ্গত অধিকারগুলো হরণ করা হয়েছে।


মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “দেশবাসী আজ গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক রাষ্ট্র চায়। শেখ হাসিনার দুঃশাসনের বিচার এবং আওয়ামী লীগকে একটি নিষিদ্ধ সংগঠন ঘোষণা করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ওপর জুলুম চালাতে না পারে।”


এদিকে, ছাত্রসমাজের এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পুরো মিছিল শান্তিপূর্ণভাবেই শেষ হয়।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]