বাগমারা উচ্চ বিদ্যালয়ে জয় বাংলা স্লোগানের ভিডিও ভাইরাল, প্রধান শিক্ষককে শোকজ, চক্রান্তের আভাস

আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০১:১৮:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০১:১৮:৫৫ পূর্বাহ্ন
 

 

কুমিল্লা প্রতিনিধি :-

কুমিল্লার লালমাই উপজেলার শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয়। আর এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা।

০৭-০৫-২৫ বুধবার দুপুরে নবম শ্রেনীতে পড়ুয়া ১০/১২ জন ছাত্র হঠাত জয় বাংলা ও শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিতে দিতে ২য় তলার সিঁড়ি থেকে নিচ তলায় নেমে প্রধান শিক্ষকের কার্যালয়ের সামনে এসে স্লোগান দিচ্ছে। ১৬ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মনির আহমেদ কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা।

স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ কাঁদে থাকা শিক্ষার্থীদের এই স্লোগান বুধবারের নয় বলে জানিয়ছেন প্রধান শিক্ষক মনির আহমেদ।

মনির আহমেদ আরও জানান, বৃহস্পতিবার সকালে ইউএনও বিদ্যাওয়ে পরিদর্শনে এসেছেন কিন্তু আমি শোকক কপি এখনো হাতে পাইনাই।

উল্লেখ্যঃ এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। আওয়ামীলীগ সরকারের আমলে এই লোটাস কামালই ছিলো বর্তমান ইউএনও এর জায়গায় সভাপতি। তার হাতেই নিয়ম অনুযায়ী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান এই মনির আহমেদ। এই কারনেই আগের পুরানো কোনো ভিডিও ভাইরাল করে মনির আহমেদকে তার দায়িত্ব থেকে হটিয়ে নতুন কাউকে জায়গা করে দেওয়ার পায়তারা চলছেনা তো?

উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা জানান, ঘটনাটি সম্পর্কে অবগত হওয়ার পর প্রধান শিক্ষককে তার বিদ্যালয়ের শৃঙ্খলা পরিপরিপন্থী ঘটনার কারণ সম্পর্কে যথাযত ব্যাখ্যা প্রদানের জন্য শোকজ নোটিশ প্রদান করা হয়েছে।

এইদিকে যেহেতু প্রধান শিক্ষক মনির আহমেদ আওয়ামীলীগ সরকারের আমলে নিয়োগ প্রাপ্ত তাও সাবেক পীর বর্তমান ডেভিল অর্থমন্ত্রী লোটাস কামালের হাতে, সে জন্য কোনো চক্রান্তের স্বীকার হচ্ছেন না তো প্রধান শিক্ষক মনির আহমেদ? তার দায়িত্ব প্রাপ্ত জায়গাটি অন্য কারো লোভের পাত্র হয়ে গিয়ে পুরানো একটা ভিডিও হঠাত ভাইরাল করে দিয়ে তার জায়গা দখল করার জন্য কেউ নতুন পথ বের করেনাই তো? এমন প্রশ্ন এখন লালমাই উপজেলার অনেকের মধ্যেই কিন্তু নাম প্রকাশে আসছেনা ভয়ের কারণে।

 

 



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]