শিশু শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ

আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ০৬:৪৪:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ০৬:৪৪:৪৪ অপরাহ্ন



রংপুর প্রতিনিধি। রানা ইসলাম বদরগঞ্জ রংপুর, রংপুরের বদরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করা হয়েছে। 

 
শুক্রবার (৯ মে) সকালে বদরগঞ্জ উপজেলা মডেল মসজিদে  শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ করেছে, তুরস্কভিত্তিক মানবিক সহায়তা সংস্থা 'দিয়ানাত ফাউন্ডেশন।'

 
স্থানীয়ভাবে পরিচালিত বিনামূল্যে কুরআন শিক্ষা কার্যক্রমের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে কোরআন বিতরণ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ১০০ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজসেবক মাওলানা আব্দুল হান্নান খান এবং প্রকল্পটির উপদেষ্টা কামরুজ্জামান কবির।

 
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের মাঝে নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা বিকাশে এমন উদ্যোগ সহায়ক ভূমিকা রাখে। তারা জানান, কোরআন শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে নামাজের নিয়ম, মৌলিক মাসয়ালা-মাসায়েলসহ প্রাথমিক ধর্মীয় জ্ঞান প্রদান করা হচ্ছে।

 
সমাজসেবক মাওলানা আব্দুল হান্নান খান জানান, গত চার বছরে স্থানীয়ভাবে পরিচালিত এই বিনামূল্যের কুরআন শিক্ষা কার্যক্রমে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। একইসঙ্গে এই উদ্যোগের আওতায় বিভিন্ন সময়ে শীতবস্ত্র বিতরণ, রমজানে খাদ্য সহায়তা এবং দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

 
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে কোরআন হস্তান্তরের পাশাপাশি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]