ছাত্রলীগ কর্মীকে পুলিশের কাছে সোপর্দ

আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ০১:৫৮:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ০১:৫৮:০৩ অপরাহ্ন
 
 
 
মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি, রাজশাহী কলেজে ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাগর রেজাকে কলেজ ক্যাম্পাসে উপস্থিত হলে আটক করা হয় এবং পরে বোয়ালিয়া থানা পুলিশে সোপর্দ করা হয়।
 
 
সাগর রেজা (২২) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার উদয়সাগর গ্রামের বাসিন্দা। তিনি আগে কলেজের মুসলিম ছাত্রাবাসের ই-ব্লকে অবস্থান করতেন।
 

ছাত্রদল ও শিবির নেতাদের দাবি, সাগরের ফেসবুক প্রোফাইলে ছাত্রলীগের মিছিল ও কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের ছবি এবং সরকারবিরোধী পোস্ট পাওয়া গেছে। প্রোফাইলে এখনো ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পদবিও রয়েছে।
 
 
ছাত্রদলের কলেজ শাখার আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ বলেন, “নিষিদ্ধ সংগঠনের এক কর্মীকে চিহ্নিত করে পুলিশে দেওয়া হয়েছে।” ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান জানান, “সাধারণ শিক্ষার্থীদের নিপীড়নের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।”
 
 
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, “তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তাকে পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।”



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]