ব্রাহ্মণপাড়ায় ব্লক প্রদর্শনী স্থাপনের লক্ষ্যে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তনের উদ্বোধন

আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০৭:২৭:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০৭:২৭:০২ অপরাহ্ন



মোঃ অপু খান চৌধুরী।

ব্রাহ্মণপাড়ায় ব্লক প্রদর্শনী স্থাপনের লক্ষ্যে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ মে) সকালে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি পশ্চিম সংলগ্ন মাঠে এই ধান কর্তনের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান। 


উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে বোরো ধানের (উফশী জাত) সমলয় চাষাবাদের  মাধ্যমে ব্লক প্রদর্শণী স্থাপনের লক্ষ্যে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তনের শুভ উদ্বোধন করা হয়। এ উপজেলায় ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা হয়েছে। 

ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা বলেন, খাদ্য উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা জরুরি। এতে কৃষকদের খরচ কম হয়। ফলনও ভালো হয়।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]