গৌরনদীর (সরিকল) রাস্তার দুপাশে গাছ রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি চলাচলে দুর্ভোগ

আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৪:৫০:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৪:৫০:৫৪ অপরাহ্ন



গৌরনদি প্রতিনিধিঃ গৌরনদী উপজোলার সরিকল ইউনিয়নের সরিকল থেকে ঢাকা - বরিশাল মহাসড়কে যেতে ব্যাস্তময় এই সরিকলের সড়কটি প্রতিদিন ব্যাবহার করছেন পূর্ব এলাকার কয়েক হাজার মানুষ। এ রাস্তা পারিদিয়ে ঢাকা, - বরিশাল সহ দেশের বিভিন্ন স্হানে যাতায়াত করছেন এ সকল এলাকার লোকজন। 


কিন্তুু দীর্ঘদিন যাবৎ একশ্রেনীর কতিপয় সুবিধা ভোগি স্বার্থান্বেশি  এলাকার লোকজন নিজদের ব্যাবসার সুবিধার্থে পাকা সড়কের দু-পাশে সারিবদ্ধ ভাবে গাছ বোঝাই করে ট্রাক থামিয়ে দিনভর গাছ উঠানামা করে জন চলাচলের যেমনি বিঘ্ন ঘটাচ্ছেন তেমনি সড়কে ধারনকৃতর চেয়ে অতিরিক্ত গাছ ট্রাকে তোলার কারনে সরকারের অর্থায়নে নির্মীত কুটিকুটি টাকা ব্যায়ে সরকটি অচিরেই ধংশের দার প্রন্তে পৌছে দিচ্ছেন। 


এ ছারাও পাকা রাস্তার দু- পাশে গাছ ফেলে রাখা ও উঠানামার কারনে রাস্তটি বিভিন্ন যায়গা থেকে উপছে পরার ব্যাপক সম্ভাবনা রয়েছে। ভিন্নদিকে চুরি ডাকাতি বা ভয়াবহ দূর্যোগ পরিস্থিতিতে প্রশানের গাড়ি বা কখোনো আগুন নিবারনের কাজে ব্যাবহৃত ফায়ার সার্ভিসের গাড়ি রাস্তার দুপাশে গাছ ফেলে রাখার কারনে সু- নিদিষ্ট সময় ঢুকতে না পারায় ঝুকিতে পরতে হচ্ছে ওই এলাকার ভুক্তভোগী  লোকজনের।


কখোনো আবার রাস্তা পারিদিতে হতাহতের ঘটনা সহ কাউকে পঙ্গুত্ব বা চীরবিদায় নেওয়ার ঘটনা ঘটছে। এ ছারাও কখনো আবার নিদিষ্ট গন্তব্য স্থানে পৌছাতে ঘন্টারপর ঘন্টা দাড়িয়ে থাকতে হচ্ছে। 


তাই এ সকল এলাকার (সরিকল থেকে চন্দ্রহার,) পর্যন্ত রাস্তার দু-পাশের গাছ গুলি অতিদ্রিত সরিয়ে ফেলে রাস্তা অপসারণ সহ জন চলাচলে সুবিধা ও বাকি জীবনে পঙ্গুত্বর গ্লানি চীর বিদায় থেকে চীর মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ওই এলাকার ভুক্তভোগী সহ সাধারণ মানুষ।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]