
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া শহরের লাহিনিপাড়া তালতলা সংলগ্ন রেললাইনের পাশে একটি আম গাছে রহস্যজনক ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে মিলপাড়া ফাঁড়ি পুলিশ।
সোমবার (৫ মে) রাত ১১টার দিকে স্থানীয়রা প্রথমে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে মিলপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহত যুবকের বয়স আনুমানিক (২৫-২৬) বছর। তার পরনে ছিল কালোর উপরে সাদা চেক রঙের একটি টি-শার্ট এবং নীল জিন্স প্যান্ট।
গাছটির উচ্চতা খুব বেশি নয় এবং প্রাথমিকভাবে এটি রহস্যজনক মনে করছে স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে অনেকেই এটিকে রহস্যজনক বলেও সন্দেহ প্রকাশ করছেন।
নিহত যুবকের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি পুলিশ জানিয়েছে, পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। যে কেউ যদি নিহত যুবকের পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন, তাদেরকে কুষ্টিয়া মডেল থানায় অথবা মিলপাড়া পুলিশ ফাঁড়িতে যোগাযোগের জন্য বলা হয়েছে।
এ বিষয়ে মিলপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম জাহিদ বিন আলম জানান, ঘটনার খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।