দেলোয়ার হোসেন সোহেল : রাজশাহীর তানোরে পানিতে ডুবে একিই দিনে দুই শিশুর মৃত্যু।
এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা দুটি ঘটেছে,সোমবার (৫ মে) সকালে তানোর উপজেলার কামার গাঁ ইউনিয়নের পারিশো গ্রাম ও তানোর পৌরসভার আমসো গ্রামে।
নিহত শিশুর নাম নাহিদ হাসান।পিতা দেলোয়ার হোসেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত নাহিদ সকাল ৭টার দিকে বাড়ির পাশে থাকা পুকুর পাড়ে খেলা করার সময় সবার অগোচরে পুকুরে পড়ে যায়।এসময় বাড়ির লোকজন শিশু নাহিদ কে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।পরে পুকুর থেকে শিশু নাহিদ কে উদ্ধার করে।এসময় চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।
ওপর দিকে, একিই দিনে সকাল ১১: ৩০ মিনিটে তানোর পৌরসভার ৬ নং ওয়ার্ড আমসো গ্রামের নাজমুল হাসানের ছেলে তৌফিকুল ইসলাম তাওরাত (০২) নিজ বাড়ির বাহিরে খলিয়ানে খেলাধুলা করার সময় শিশুটি অগোচরে বাড়ির গেটের সামনে পুকুরের পানিতে পরে যায় এবং পরিবারের লোকজন টের পেয়ে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মৃত বরণ করেন।
এদিকে একই দিনে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে সুধী জনের মতে অভিভাবকদের সচেতন হওয়ার কোন বিকল্প নেই।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, নিহত শিশু দুটির পরিবার থেকে কেউ কোন অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।