
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলা ভূমি অফিসে ঘুষ, দুর্নীতি, অনিয়ম বন্ধ করতে কাউখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ ভূমি সেবা জনতার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভূমি অফিস নিয়ে সরাসরি বিভিন্ন গ্রামের অস্থায়ী অফিস স্থাপন করেন। এইসব অফিসে ফ্রি ভূমি সেবা প্রধান করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন। সরেজমিনে ঘুরে বিভিন্ন সেবা গ্রহণকারীদের নিকট থেকে এমন তথ্য পাওয়া গেছে।
কাউখালী আমরাজুরী ইউনিয়নের সেবা গৃহিতা জসীমউদ্দীন জানান, আগে ভূমি অফিসে কোন কাজের জন্য গেলে নানাভাবে হয়রানি হতে হত। বর্তমানে ভূমি অফিসে কোন হয়রানি হতে হয় না সরাসরি এসি ল্যান্ড এর কাছে গেলে তিনি সঠিক কাগজপত্র থাকলেই সাথে সাথে কাজ সমাধান করে দেন। সরকারি ফি বহির্ভূত কোন টাকা দিতে হয় না।
সদর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আকবর হোসেন দুলাল বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা ও এসিল্যান্ড সুদীপ্ত দেবনাথ বিভিন্ন স্কুলে উপস্থিত হয় ছাত্র-ছাত্রীদের কে ভূমি সংক্রান্ত প্রশিক্ষণ দেন।
এছাড়াও, ভূমি অফিসের দাখিলা, খাজনা, নামজারি সহ সকল কাজকর্ম ওই স্কুলে বসেই করে দেন। যার ফলে সাধারণ মানুষকে আর হয়রানি হতে হয় না ভুমির সেবা গৃহীতারা সবাই খুশি। ভূমি অফিসে বর্তমানে এসিল্যান্ড যোগদান করার পর থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন। ।
এরই ধারাবাহিকতায় উপজেলার দক্ষিণ নীলতি মাধ্যমিক বিদ্যালয় ভূমি অফিস নিয়ে উপস্থিত হয় সহকারী কমিশনার (ভূমি)।
এ সময় ভূমি সেবা গৃহীতরা ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করেন। ওই স্কুলের শতাধিক ছাত্র-ছাত্রীকে ভূমি সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। স্কুলের প্রধান শিক্ষক দীপক রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সহকারি কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার, ছাত্র অভিভাবক মো: লোকমান হোসেন সহ স্কুলের কর্মচারী ও ভূমির সেবা গ্রহণকারী ব্যক্তিবর্গ।
এ সময় ভূমি সেবা গৃহীতরা ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করেন। ওই স্কুলের শতাধিক ছাত্র-ছাত্রীকে ভূমি সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। স্কুলের প্রধান শিক্ষক দীপক রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সহকারি কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার, ছাত্র অভিভাবক মো: লোকমান হোসেন সহ স্কুলের কর্মচারী ও ভূমির সেবা গ্রহণকারী ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ বলেন, উপজেলার প্রতিটি ভূমি অফিসে আমাদের কর্মকর্তারা স্থানীয় ভূমি সংক্রান্ত বিষয় সঠিক পরামর্শ ও সেবা দিয়ে থাকে এবং সরকার নির্ধারিত ১১৭০ টাকা ফ্রি দিয়ে জমির নামজারি করা হয়।
ভূমি সংক্রান্ত কোনো কাজের জন্য সরকার নির্ধারিত টাকার চেয়ে কোন কর্মকর্তা-কর্মচারী অতিরিক্ত টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা সহকারি কমিশনার (ভূমি) কে অবহিত করার জন্য আহ্বান জানান।