
রাজস্থলী (রাঙ্গামাটি)। রাজস্থলীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ মে) বেলা ১১ টায় রাজস্থলী উপজেলার তাইতংপাড়ার একটি ব্লকে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী (বোরো) এর অধীনে এই অরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহরিয়াজ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবুল খায়ের, মোঃ রাকিবুজ্জামান রাজু উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জয়নাল উদ্দিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কুশল তালুকদার। এই অরিয়েন্টেশন অনুষ্ঠানে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ৫০ জন কৃষক কৃষানী উপস্থিত ছিলেন।