আশিকুর রহমান শান্ত, ভোলা : ভোলায় সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও ভোলা ১ আসনে সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব মোশারফ হোসেন শাহজাহানের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৫মে) সকাল ১০ টায় ভোলা জেলা বিএনপি'র কার্যালয়ের সামনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সদস্য সচিব রাইসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, হুমায়ুন কবির সোবহান, এনামুল হক। জেলা জাতীয় পার্টি (বিজেপি)র সভাপতি আমিরুল ইসলাম রতন। সদর উপজেলা আহ্বায়ক আসিফ আলতাফ সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন। জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল আলম মানিক, সাধারণ সম্পাদক তানভীর হোসেন, জেলা যুবদলের সভাপতি মোঃ জামাল উদ্দিন লিটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু।
এসময় জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি', পৌর বিএনপি এবং শ্রমিক দল কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দল, ওলামা দল, প্রজন্ম দলসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে মরহুম মোশারেফ হোসেন শাজাহানের রুহের মাগফেরাত কামনা ও তার পরিবারবর্গের সুস্থতা কামনার পাশাপাশি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।