ভূরুঙ্গামারী কুড়িগ্রাম প্রতিনিধি মোঃ জাকারিয়া হোসেন ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার (৪ মে) সন্ধ্যায় পাটেশ্বরী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র। এর আগে তিনি পাইকের ছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় রুজু মামলায় তাকে গ্রেপ্তার করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় রুজু মামলায় তাকে গ্রেপ্তার করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।