
এম মনির চৌধুরী রানা : চট্টগ্রামের পটিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মোবাশ্বের হোসেন (১৮) নামে এক কলেজ ছাত্র গুরুতর আহত হয়েছে। শনিবার (৩ মে) বিকেল পাঁচটার দিকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ ঘটনা ঘটে।
এসময় ছাত্ররা কিশোর গ্যাং ও ছাত্রলীগ নেতা ব্যানেট তানজিম (২০) ও ডিএক্স ইকবাল (২০) কে ধরে পুলিশের হাতে তুলে দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আহত কলেজ ছাত্র মোবাশ্বের কে প্রথমে স্হানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। মোবাশ্বের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের কামাল মেম্বারের ছেলে এবং এস আলম কলেজিয়েট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
আহত মোবাশ্বের হোসেনের সহপাঠী তবিব বলেন, পটিয়ার কিশোর গ্যাং ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ব্যানেট তানজিম ও ডিএক্স ইকবাল তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত করে। এসময় তার চিৎকারে আশপাশে থাকা তার সহপাঠী ও বৈষম্যবিরোধী ছাত্ররা এগিয়ে এসে তাকে কিশোর গ্যাংদের হাত বাঁচায়।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, পটিয়া স্কুল মাঠে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় অভিযুক্ত দুই কিশোর গ্যাং সদস্যকে ছাত্ররা পুলিশের হাতে তুলে দেন। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।