
হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় মাছঘাটে হামলা ভাংচুর লুটপাটের অভিযোগ উঠেছে।
শনির সকাল সাড়ে ৭ টার সময় উপজেলার হরিনাথপুর ইউনিয়নের বাংলামটর নামক স্থানে মেঘনার শাখা নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায়, মাছঘাট মালিক জসিম সরদার বাদী হয়ে হিজলা থানায় হানিফ হাওলাদার, জাহাঙ্গির সরদার, বিল্লাল বাগা সহ ৮ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগের সত্যতা স্কীকার করে হিজলা থানার ভারপ্রাপÍ কর্মকর্তা মোঃ আবুর কালাম আজাদ বলেন, তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহন করা হবে।
মাছঘাট মালিক জসিম সরদার জানান, বিবাদীদের সাথে দীর্ঘদিনের ব্যবসায়িক দ্বন্ধ রয়েছে। ঘটনার দিন সকালে মাছঘাটে আমার কর্মচারী নিকট ১০ লক্ষ টাকা চাদা দাবী করে আসছে।চাদা দিতে অস্কীকার করায় তাকে মারপিট করে ক্যাশে থাকা সাড়ে ৫ লক্ষ টাকা নিয়ে যায়।