
নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, আমরা একটি পরিবর্তিত সময়ের মধ্যে রয়েছি। বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় সর্বক্ষেত্রে নির্লজ্জ দলীয়করণ করা হয়েছে। স্বৈরাচারের কালো থাবা থেকে খেলাধুলাও বাদ পড়েনি। আমরা অন্যান্য ক্ষেত্রের মতো খেলাধুলাকেও এগিয়ে নিয়ে যেতে চাই। বিগত দিনে নির্বিঘ্নে খেলাধুলা করা যেত না, সবার মনে একটি ভীতি কাজ করত। এখন আমাদের যুবসমাজ নির্বিঘ্নে খেলাধুলা করতে পারছে।
খেলাধুলার চর্চায় যুবসমাজকে আরো বেশী করে এগিয়ে আসতে হবে। বৃহত্তর জৈন্তা এলাকা থেকে ভালো ভালো খেলোয়াড়রা তৈরি হচ্ছে। শুধুমাত্র গোয়াইনঘাট উপজেলায় সকল সকল উপজেলা পর্যায়ে স্টেডিয়াম তৈরি করা প্রয়োজন। বিএনপি সব সময় খেলাধুলাকে এগিয়ে নিতে চায়।
সিলেট জেলা যুবদলের সহ সভাপতি লায়েক আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য হোসেন খান ইমাদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি বেনজির আহমদ সুমন, আরাফাত রহমান কোকোর ক্রীড়া সংসদ সিলেট মহানগরের সদস্য সচিব আকরাম আহমদ।
ফাইনাল খেলায় বন্ধু মহল স্পোর্টিং ক্লাব ২-১ গোলে কাওছার একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। খেয়ায় ম্যান অব দ্যা ম্যাচ হন কাওছার একাদশের গোল রক্ষক তানভির আহমদ। উক্ত খেলায় মোট ১২০টি টিম অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলের হাতে ট্রপি তুলে দেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।