আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরের কালকিনিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফার্মাসিস্ট ও গ্রাম্য ডাক্তারদের নিয়ে ইনডেক্স ল্যাবরেটরীজ (আয়ুর্বেদিক) লিমিটেড এর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ভুরঘাটায় একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
ইনডেক্স ল্যাবরেটরীজ এর মার্কেটিং এক্সিকিউটিভ মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নাসির হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আকিদুল ইসলাম সহকারী মার্কেটিং ডাইরেক্টর ইনডেক্স হারবাল ল্যাবরেটরিজ।
এ সময় উপস্থিত সকলের প্রতি প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রোডাক্ট এর গুণগত মান ও ব্যবহারবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, ডঃ মুহাম্মদ জাকির হোসেন দিরেক্টর (ট্রেইনার) ইনডেক্স ল্যাবরেটরীজ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।