বিয়ের প্রলোভনে পরকীয়া প্রেমিকাকে বাড়িতে এনে মারধরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ০৩:২২:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ০৩:২২:৫৭ পূর্বাহ্ন
 

 

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় বিয়ের প্রলোভন দিয়ে পরকীয়া প্রেমিকাকে বাড়িতে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেল আলীর বিরুদ্ধে। আহত প্রেমিকা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। গত বৃহস্পতিবার পুঠিয়ার কান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে তাকে হাসপাতালে ভর্তি হয়।

আহত প্রেমিকা জুলেখা খাতুন রুলি (৩০) জানায়, বিয়ের দাবিতে প্রেমিকের ঘরে তিনদিন ধরে অনশন করেন। তাদের মধ্যে চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। গত মঙ্গলবার বিকালে তার প্রেমিক পুঠিয়া সদর ইউনিয়নের ইউপির সদস্য রুবেল তাকে বিয়ে করার কথা বলে রাজশাহীতে খালার বাড়িতে নিয়ে যায়। পরে রুবেলের খালা তাদেরকে বাড়ি থেকে বের করে দিলে মঙ্গলবার রাতেই কান্দ্রা গ্রামের বাড়িতে নিয়ে আসার পর রুবেল ও তার স্ত্রী মায়া তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানায় রুলী বেগম।

এদিকে রুবেলের মোবাইল ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার স্ত্রী মায়া তার স্বামীর প্রেমিকা রুলিকে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, গত বৃহস্পতিবার বিকালে খবর পেয়ে ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেলের বাড়িতে যাই। তখন তার প্রেমিকা রুনিকে ঘরে অবস্থান করতে দেখেছি। রুনির সাথে রুবেলের সম্পর্ক রয়েছে বলে জানতে পারি। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করতে বলেছি। পরে রুবেল তাকে বিয়ের আশ্বাস দিয়ে রাজশাহীতে নিয়ে যায়। বিয়ে না করে রুলিকে মারধরের করেছে বলে জানতে পেরেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]