কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে বেসরকারি সংস্থা সুশীলনের আয়োজনে বৃহস্পতিবার ২৪ এপ্রিল বেলা সাড়ে এগারোটায় কাউখালী সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগমন সাড়াদান কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীল করন কর্মসূচি বিষয়ক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়।
কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শিক্ষক লিটন কৃষ্ণ কর, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, ইউপি সচিব আশুতোষ বড়াল, নারী নেত্রী জাহানূর বেগম, ইউপি সদস্য আবু সাঈদ, আজম আলী, আখতারুন নাহার রেবা, ঝরনা রানী, সুশীলনের ইউনিয়ন সমন্বয়কারী মেজবাউল রহমান প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা সুশীলনের সমন্বয়কারী সুমন হাসান খান। অনুষ্ঠানে শ্রেণী পেশার ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা সুশীলনের সমন্বয়কারী সুমন হাসান খান। অনুষ্ঠানে শ্রেণী পেশার ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।