যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার ভারতীয় পন্য আটক করেছে বিজিবি

আপলোড সময় : ২২-০৪-২০২৫ ০৯:০১:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৫ ০৯:০১:০৬ অপরাহ্ন




‎
‎কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে চল্লিশ লক্ষ তেষট্টি হাজার নয়শত পঞ্চাশ টাকা মূল্যের ভারতীয় গাঁজা, বাংলা মদ, শাড়ী, চকলেট, বিভিন্ন প্রকার বাজি, বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ এবং কসমেটিক্স আটক করেছে বিজিবি
‎
‎মঙ্গলবার ২২ এপ্রিল বিজিবি'র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল ও আন্দুলিয়া বিওপি‘র সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা, বাংলা মদ, শাড়ী, চকলেট, বিভিন্ন প্রকার বাজি, বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ এবং কসমেটিক্স আটক করে। আটককৃত মালামালের মূল্য ৪০,৬৩,৯৫০/-(চল্লিশ লক্ষ তেষট্টি হাজার নয়শত পঞ্চাশ) টাকা।
‎ 
‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com,  dainikbarisalerpran@gmail.com