বালুবাহী ট্রাকে করে পাচারকালে গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে র‌্যাব।

আপলোড সময় : ১৮-০৪-২০২৫ ১২:৩৭:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৫ ০১:৩৬:৩২ পূর্বাহ্ন




নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের পূবাইল থানা এলাকা হতে বালুবাহী ট্রাকে করে পাচারকালে ১২৪ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে র‌্যাব-১।
 
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।  
 
গত ১৬ এপ্রিল ২০২৫ তারিখ র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুরের পূবাইল থানা সংলগ্ন ঢাকা বাইপাস সড়কের উপড় একটি বালু ভর্তি ট্রাক বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে মাদক পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক হতে আসামী ১) মোঃ সোহাগ শেখ (৩৯), পিতা-মৃত মোঃ আঃ মজিদ, গ্রাম-সুমেরখোলা, থানা-কালিয়া, জেলা-নড়াইল, ২) মোঃ আশিক বিশ্বাস @ আকাশ (২১), পিতা-মোঃ মিজানুর বিশ্বাস, গ্রাম-নগগ্রাম, থানা-কালিয়া, জেলা-নড়াইল, ৩) মোঃ সাগর মিয়া (২০), পিতা-মোঃ শফিক মিয়া, গ্রাম-ইটাখোলা মুরাপাড়া, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জগ‘কে গ্রেফতার করা হয়। এসময় ধৃত আসামীদের নিকট হতে বালু ভর্তি ট্রাক তল্লাশী করে ১২৪ কেজি গাঁজা, ০৩ টি  মোবাইল, ০৪ টি সিম র্কাড এবং নগদ ৩৮০০/- টাকা উদ্ধার করা হয়। 
 
ধৃত আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দেশের সীমান্তবর্তী এলাকা হতে পাইকারী দরে অবৈধ মাদকদ্রব্য কথিত গাঁজা ক্রয় করে নিয়ে এসে ঢাকা জেলা ও গাজীপুর শহরের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে থাকে।    

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com,  dainikbarisalerpran@gmail.com