সিরাজগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।​

আপলোড সময় : ১৮-০৪-২০২৫ ১২:০৮:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৫ ১২:০৮:২৭ পূর্বাহ্ন




মোঃ মাসুদ ররজা, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর নামক স্থান থেকে ১৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোঃ আবুল হাসান পূর্বনাম শ্রী প্রান্তনাথ (২৭), চট্রগ্রাম জেলার পটিয়া থানার জিরি গ্রামের শ্রী সুনীল চন্দ্রনাথের ছেলে, বর্তমানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রসুলপুর গ্রামের বাসিন্দা ও মোঃ আশরাফুল ইসলাম (৩৪), নওগাঁ জেলার ধামইরহাট থানার মোরোলো আজাপাড়া গ্রামের মৃত নুরুল ইসলাম ছেলে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১২ টায় লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, র‌্যাব-১২, সদর কোম্পানীর মিডিয়া অফিসার মোঃ উসমান গণি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় রাত্রী ৪.২০ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর এলাকায় পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]