​নেছারাবাদে বাংলা নববর্ষে বৈশাখী শোভাযাত্রা ও মেলা অনুষ্ঠিত।

আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ১১:৩৩:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ১১:৩৩:২৪ পূর্বাহ্ন



নিজস্ব প্রতিবেদক : নেছারাবাদ (পিরোজপুর) সংবাদ দাতা : আজ সোমবার  নেছারাবাদ উপজেলা সরকারি স্বরূপকাঠি পাইলট স্কুল মাঠ থেকে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়।

পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দের প্রথম দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জাহিদুল ইসলাম এর নেতৃত্বে অনুষ্ঠিত, শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সামাজিক সংস্কৃতিক সংগঠনের কর্মীরা, বিদ্যালয়ের ছেলেমেয়েরা অংশগ্রহণ কবে ও অসাধারণ মানুষ স্বতঃস্পূর্তভাবে অংশগ্রহণ করেন।

শুভযাত্রাটি স্বরূপকাঠি পৌর বন্দরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে পুনরায় সরকারি সড়কপথে পাইলট স্কুল মাঠে এসে শেষ হয়। এরপরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এছাড়াও, একই মাঠে উপজেলা প্রশাসন বৈশাখী মেলার আয়োজন করে। মেলায় বেশ কয়েকটি স্টল স্থাপন করা হয়। সেখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জিনিসপত্র নিয়ে আসেন বিভিন্ন উদ্যোক্তারা। মাটির তৈরি জিনিসপত্র, সুপারীর খোল দিয়ে তৈরি পরিবেশবান্ধব ছোট বড় প্লেট, নকশি কাঁথা, বিভিন্ন রকমের পিঠে আরো কত কি।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com,  dainikbarisalerpran@gmail.com