টাঙ্গাইলের কালিহাতীতে বীরবাসিন্দা ইউনিয়নে বিএনপি নেতা সোহেলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০৩:৪৮:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০৩:৪৮:১২ অপরাহ্ন

 
শাহ আলম, বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বীরবাসিন্দা ইউনিয়নের সাবেক সভাপতি ও কালিহাতী উপজেলা মৎস্যজীবী দলের সন্মানিত সদস্য সোহেল সিকদার এবং ছানোয়ার সিকদারের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (১২ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার কস্তরীপাড়া বাজারে এই মানববন্ধনের আয়োজন করে বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বারেক, উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক জসীম খান, বীরবাসিন্দা ইউনিয়ন বিএরপির সভাপতি নায়েব আলী প্রমূখ।
 
নেতারা বক্তব্যে বলেন, ছাত্রদল নেতা সোহেল সিকদার ও ছানোয়ার সিকদার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নির্মম হামলার শিকার হয়েছেন। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান, এবং ভবিষ্যতে যেন এ ধরণের ঘটনা পুনরায় না ঘটে তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
 
এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, মহিলা দলের নেতৃবৃন্দসহ অসংখ্য সাধারণ জনগণ।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com,  dainikbarisalerpran@gmail.com