​মহানগরীতে যৌথ বাহিনীর অভিযানে ছাত্রলী নেতা নাঈম, সজীব ও বাপ্পি-সহ গ্রেফতার- ১৯

আপলোড সময় : ১১-০৪-২০২৫ ১২:৪১:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৪-২০২৫ ১২:৪১:৪৮ পূর্বাহ্ন




মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাজশাহী কলেজ ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক নাঈম (৩১), ছাত্রলীগ নেতা সজীব (৩২) ও মহানগর শ্রমিক লীগ নেতা বাপ্পি (৪৯) সহ ১৯ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ নাঈমুল হাসান নাঈম, তিনি মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রাজার হাতা এলাকার মৃত আবু তাহেরের ছেলে এবং রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রলীগ নেতা মোঃ তানভীর হাসান সজীব, তিনি একই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে এবং সাবেক ছাত্রলীগ নেতা ও এস.কে.এন আরকান উদ্দিন (বাপ্পি), তিনি একই থানার কুমারপাড়া এলাকার মৃত আনসার উদ্দিনের ছেলে এবং মহানগর ২২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি,মহানগর যুবলীগের সদস্য ও আওয়ামীলীগ কর্মী মোঃ আমিনুল ইসলাম ওরফে মামুন (৪৯) তিনি রাজশাহী একই থানার খরবোনা বাজেকাজলা এলাকার মৃত নুরুন্নবী শেখের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কশিনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, নসারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক নাঈম, ছাত্রলীগ নেতা সজীব ও মহানগর শ্রমিক লীগ নেতা বাপ্পি ও মামুন-সহ অন্যান্য অপরাধে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ৫ জন এবং অন্যান্য অপরাধে ৬ জন রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]