রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বাইশারী ইউনিয়নের বৌসেরহাট সংলগ্ন দত্তপাড়া গ্রামে গভীর রাতে তিন বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সিরিজ এ হামলায় দুই নারীসহ ৪জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে দত্তপাড়া গ্রামের সাইদুল কাজী (৪০) নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। এ ঘটনায় প্রতিশোধ নিতে রাত সাড়ে ১১টার দিকে সাইদুল কাজীর ভাই সায়েম কাজী ও ছালাম কাজীর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল সন্দেহজনকভাবে জমি নিয়ে পূর্ব বিরোধ থাকা একই এলাকার কালাম বেপারী,তার বড় ভাই জলিল বেপারী ও ভাতিজা মোরশেদ বেপারীর বাড়িতে সিরিজ হামলা চালায়। কালাম বেপারীর মোটরসাইকেলসহ তিন বাড়ির প্রতিটি ঘরে তান্ডব চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়।
এসময় কালাম বেপারীর স্ত্রী রাজিয়া সুলতানা (৩২), ছোট ভাই স্থানীয় খানপাড়া মসজিদের ইমাম আল-আমিন (৩৫) ও মোরশেদ বেপারীর বড় বোন বিউটি বেগমকে (৫৫) পিটিয়ে ও কুপিয়ে জখম করার পাশাপাশি কালাম বেপারীর স্ত্রীর গলার স্বর্নের চেইন, নাক ফুল ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালপত্র লুটে নেওয়া হয়। গভীর রাতে সিরিজ এ হামলার সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের হাসপাতালে নেওয়ার পথে বাধা দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯-এ ফোন পেয়ে ওই রাতেই লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের হাসপাতালে পাঠাতে সহায়তা করেন।
আহতদেরকে বানারীপাড়া ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।