মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী
বিষু উৎসব ১৪৩১ বাংলা উদযাপন উপলক্ষে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার উদ্যোগে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ঘিলাখেলা টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকাল ৪ টায় রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ঐতিহ্যবাহী ঘিলাখেলার উদ্বোধন করেন ৩৩৩ নং মৌজার হেডম্যান প্রেমা তালুকদার।
বিষু উৎসব (১৪৩১ বাংলা) উদযাপন কমিটির আহ্বায়ক শাক্যমিত্র তঞ্চঙ্গ্যা সভাপতিত্বে এতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার (বাতকস) রাজস্থলী অঞ্চলের সহ সভাপতি নন্দীয় কুমার তঞ্চঙ্গ্যা, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাধরণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী উপজেলা যুবদলের সদস্য সচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ভূবন মোহন তঞ্চঙ্গ্যা, বাতকস এস হিসাবরক্ষক বীরনাথ তঞ্চঙ্গ্যা, কুক্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাইথুইঅং খিয়াং, চিংখ্যং তঞ্চঙ্গ্যা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীনেশ তঞ্চঙ্গ্যা, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, বাতকস এর সহ ক্রীড়া সম্পাদক উজ্জ্বল কুমার তঞ্চঙ্গ্যা, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য রঞ্জিমালা তঞ্চঙ্গ্যাসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।