​গাজায় গনহত্যার প্রতিবাদে রাজস্থলীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেস অনুষ্ঠিত

আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ১২:০৫:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ১২:০৫:১৬ অপরাহ্ন



মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী 

গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন, নিরীহ ফিলিস্তিন বাসীর উপর বর্বরোচিত গনহত্যার প্রতিবাদে রাজস্থলী ও বাঙ্গালহালিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেস করেছেন সর্বস্তরের জনগণ। এসময় ইসরায়েলী পণ্য বর্জনের ডাক দেন তারা।

 সোমবার ৭ এপ্রিল বিকালে রাজস্থলী বাজার থেকে সর্বস্তরের জনসাধারণের একটি বিক্ষোভ মিছিল বের হয়। অন্য দিকে বাঙ্গালহালিয়া বাজারেও বিকালে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিল বাজারের গুরুত্বপূর্ণ দিক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেস স্থলে এসে দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী বক্তব্য প্রদান করেন, এবং মসজিদুল আকসা পুনরুদ্ধারে ও মজলুম ফিলিস্তিনিদের সমর্তনে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে দল মত নির্বিশেষে সর্বস্থরেরন জনসাধারণ অংশ নেন।

এতে নারায়ে তাকবির আল্লাহু আকবর 'জিহাদ জিহাদ জিহাদ চাচাই, জিহাদ করে বাচঁতে চাই'

ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই, বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন কর। নানা ক্ষোভ ও প্রতিবাদী স্লোগান দিতে থাকে।

 প্রতিবাদ সমাবেসে বক্তব্যরা বলেন, বিশ্ব বিবেক আজ নির্বিকার।কোথায় মানবাধিকার, যেখানে শিশু নারি সাধারণ মানুষকে নির্বিআারে গন হত্যা করা হচ্ছে, সেখানে জাতিসংঘসহ বিশ্ববাসী নিরব দর্শকের ভুমিকায়।

সমাবেশে বক্তারা ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পক্ষে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ইহুদিদের পণ্য বর্জনের আন্দোলন বেগমান করতে হবে। সমাবেশে বিভিন্ন বিভিন্ন পর্যায়ের মানুষ, স্থানীয় তরুণ সমাজ ও বিভিন্ন রাজনৈতিক, গণমানুষ উপস্থিতি ছিলেন।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com,  dainikbarisalerpran@gmail.com