ত্রিশালে বিএনপি নেতা জয়নাল আবেদীনের ঈদ পরবর্তী মতবিনিময়

আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ১২:১৬:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ১২:৩১:২০ পূর্বাহ্ন



ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি,

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা বিএনপি এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দর সাথে ঈদ পরবতী শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন।  

শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়ের ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় (৪ এপ্রিল) পৌর শহরের নিজ কার্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত দলীয় নেতা-কর্মী এবং শোভাকাঙ্খীদের নিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।  

এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন আগত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, সিয়াম সাধানার মাস শেষে দীর্ঘ ১৭ বছর পর বিএনপিসহ দেশের মানুষ শান্তি ও স্বস্থিতে ঈদুল ফিতর উদযাপন করেছে। এখন দলীয় নেতা-কর্মীদের উপজেলার প্রত্যান্ত অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌছিয়ে দিয়ে গণসংযোগ করতে হবে।

আগত নির্বাচনে ত্রিশাল আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিত্সেকল মতপার্থক্য ভুলে কাজ করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।  

এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনেরে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com,  dainikbarisalerpran@gmail.com