​সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার যুবক নিহত

আপলোড সময় : ০৩-০৪-২০২৫ ০৯:৪১:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৫ ০৯:৪১:৪৯ অপরাহ্ন



বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার বুড়িচং উপজেলার এক যুবক নিহত হয়েছে। বুধবার (২ এপ্রিল) স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় মক্কা নগরী থেকে ১২০ কিলোমিটার দূরে আল লাম লাম (মিকাত) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোহাম্মদ ফারুক (৪৫)। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের আনন্দপুর (বিজিবি ক্যাম্পের পশ্চিমপাশের বাড়ি) গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে। তার ছোট ভাই মোহাম্মদ ইমন মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। ইমন জানান, গত সাত বছর পূর্বে তার ভাই সৌদি আরবে যায়। সর্বশেষ দেড় বছর পূর্বে দেশ থেকে ছুটি কাটিয়ে যান তিনি। ফারুক সৌদি আরবে গাড়িচালক হিসেবে কাজ করতেন।

তিনি জানান, বুধবার রাত দেড়টায় সৌদি আরবে থাকা তার ফুপাতো ভাই দুলাল ফোন করে জানায় ইমন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মিকাত নামক স্থানে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফারুক নিহত হন।

সৌদি আরবে থাকা নিহত ফারুকের নিকটাত্মীয় মো. শাহ আলম শাহপরান জানান, ফারুক ওই এলাকাতেই বসবাস করতেন, রাতের খাবারের জন্য গাড়ি নিয়ে বের হয়েছিলেন। বাসা থেকে তিন কিলোমিটার দূরে একটি সড়কে গাড়ি ইউটার্ন নিয়ে রাস্তায় ওঠার সময় মর্মান্তিকে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

এদিকে ফারুকের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। নিহত ফারুক চার ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন। তার স্ত্রী ও দুটি কন্যাসন্তান রয়েছে, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারের সদস্যরা পাগলপ্রায়।এদিকে নিহতের মরদেহ দেশে আনার জন্য ও পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার জানান, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ফারুকের মরদেহ দেশে আনাসহ তার পরিবারকে সহযোগিতা করার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা রাখবে। এ বিষয়ে বুড়িচং উপজেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থাকবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]