কটিয়াদীতে অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

আপলোড সময় : ০২-০৪-২০২৫ ০৯:৫৩:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৪-২০২৫ ০৯:৫৩:২৫ অপরাহ্ন



কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জে কটিয়াদী উপজেলায় গৃহবধূ এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাকিম (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। সোমবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। হাকিম (২৫) টান চারিয়া গ্রামের ইদ্রিছ আলীর ছেলে। এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী সালমা আক্তার (৩০) একই এলাকার আঙ্গুর মিয়ার স্ত্রী, তিন সন্তানের জননী। স্বামী আঙ্গুর ময়িা পার্শ্ববর্তী বোয়ালিয়া বাজারে চা দোকানদার।

বাজার কমিটির অনুরোধে পর্যায়ক্রমে বাজার পাহারায় ঘটনার রাতে ব্যস্ত ছিলেন, রাত ১টার পরে হাকিম বসত ঘরের টিনের জানালার ছিটকিনি কৌশলে খুলে গ্রীল বিহীন জানালা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে। এতে ওই নারী জেগে গেলে তার গলায় ছুরি ধরা হয়। এক পর্যায়ে গৃহবধূকে ধর্ষণ করে যুবক হাকিম।

স্থানীয়দের অভিযোগ, হাকিম নিয়মিত মাদক সেবন করেন। পুলিশের ডায়রীতে সে অস্ত্র মামলার আসামী। ভয়াবহ চুরি ডাকাতির সঙ্গেও তিনি জড়িত। স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য তিনি। পার্শ্ববর্তী বোয়ালিয়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইভটিজিংও করতেন তিনি। বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত হলেও স্থানীয়রা তার ও কিশোর গ্যাংয়ের ভয়ে মুখ খুলতে পারেনি।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুল্লাহ খান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com,  dainikbarisalerpran@gmail.com