রাজাপুরে বাড়ির সীমানার গাছ কেটে ফেলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ০৪:৫৭:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ০৪:৫৭:১৩ অপরাহ্ন


 
 
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাড়ির সীমানার গাছ কেটে ফেলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে মিরাজ সিকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার
(২৭মার্চ) দুপুরে উপজেলার বড়ইয়া ইউনিয়নের আড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুপুরে জব্বার সিকদার একটি গাছের ডাল কাটেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে ভুক্তভোগী অলিউর রহমান বাড়ি থেকে বের হয়ে গেলে জব্বার সিকদারের ছেলে মিরাজ সিকদার এসে সীমানায় থাকা একাধিক গাছ কেটে ফেলেন। শুধু তাই নয়, দা-রামদা হাতে নিয়ে অলিউর রহমানকে খুঁজতে থাকেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
 
ভুক্তভোগী মো. অলিউর রহমান বলেন, "দীর্ঘদিন ধরে আমরা এ সম্পত্তি ভোগদখল করে আসছি এবং সীমানা নির্ধারণের জন্য সেখানে গাছ রোপণ করেছিলাম। কিন্তু গতকাল মিরাজ জোরপূর্বক সেই গাছ কেটে ফেলেছে এবং আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে।"
 
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মিরাজ সিকদার বলেন, "আমি কোনো প্রাণনাশের হুমকি দিইনি। আমাদের নিজেদের সম্পত্তির মধ্যে গাছ থাকায় তা কেটে ফেলেছি।"
 
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, "এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
 
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী অলিউর রহমান দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি জানিয়েছেন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]