​ফুলবাড়ীতে সন্ত্রাসী বাহিনী কর্তৃক নির্মানকৃত বাড়ীর পিলার ভাংচুর

আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ০৫:৪৩:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ০৫:৪৩:২০ অপরাহ্ন



মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ী পৌরসভা এলাকায় নির্মানাধীন বাড়ির পিলার সন্ত্রাসী কর্তৃক ভাংচুর থানায় অভিযোগ।

ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপির পুখুরী গ্রামের মোঃ দুলাল মন্ডল র্এ স্ত্রী মোছাঃ রূপছানা পারভীন এর ফুলবাড়ী থানায় গত বুধবার দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, 
গত ২২/০৩/২০২৫ইং তারিখে বিকেল ৪ ঘটিকায় ফুলবাড়ী পৌরসভার এলাকার দক্ষিণ সুজাপুর গ্রামের আতাউর রহমান ও তার স্ত্রী মোছাঃ শিল্পী আক্তার সন্ত্রাসী বাহিনী নিয়ে গিয়ে রুপছানা পারভীনের নির্মাণাধীন বাড়ির পিলার ভেঙ্গে ফেলে রাত্রের অন্ধকারে সন্ত্রাসী বাহিনী দিয়ে পিলারের রডগুলি কেটে নিয়ে যায়। এ সময় মোছাঃ রুপছানা পারভীন বাধান প্রদান করলে তাকে এবং পাহারাদারকে প্রাণনাশের হুমকি প্রদান করেন।

ঐ দিনেই ৯৯৯নং ফোন দিলে ফুলবাড়ী থানাকে বিষয়টি অবগত করেন। কিন্তু ফুলবাড়ী থানার পুলিশ এগিয়ে আসেনি। ততক্ষনে সন্ত্রাসী বাহিনী সবেমাত্র শুরু করা নিমার্ণাধীন বাড়ির রড ও প্রস্তুতকৃত মালামাল লুট করে নিয়ে যায়। এতে মোছাঃ রুপছানা পারভীনের প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষতিসাধাণ হয়। পরবর্তীতে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে সরেজমিনে পরিদর্শন করে চলে আসেন। মোছাঃ রুপছানা পারভীন ফুলবাড়ী পৌসরভার ০২নং ওয়ার্ডের, ৫৯৫ দাগের ০৬ শতক জমি ক্রয় করে সেখানে বাড়ী নির্মাণের কাজ শুরু করেছিলেন। 

মোছাঃ রুপছানা পারভীন জানান, প্রতিপক্ষ আতাউর রহমান ও তার স্ত্রী মোছাঃ শিল্পী আক্তার জোর করে আমার বাড়ীর পিলার ভেঙ্গে দিয়ে তার বাহির হওয়ার রাস্তা নিতে চান। জোর পূর্বক আমার জমির উপর দিয়ে রাস্তা নিতে চায়। গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনীকে অবগত করলে সেনাবাহিনী ঘটনা স্থল পরিদর্শন করেন। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম মহিববুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com,  dainikbarisalerpran@gmail.com