ফুলবাড়ীতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০৬:০৭:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০৬:০৭:০৩ অপরাহ্ন



মো.হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে
দিনাজপুরের ফুলবাড়ীতে মুক্তিযুদ্ধ স্মতিস্তম্ভে পুস্পার্পক অর্পন, বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহনে কুজ কাওয়াজসহ যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।  
গত (২৬ মার্চ) বুধবার সকাল ৬ টা ২ মিনিটে উপজেলা পরিষদ চত্ত্বরে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির সুচনা করা হয়। এরপর মুক্তিযুদ্ধ স্মতিস্তম্ভে পুস্পার্পক অর্পন করেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলীর নেতৃত্বে উপজেলা প্রশাসন, ফুলবাড়ী  পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর নেতৃত্বে পৌর প্রশাসক ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল এর নেতৃত্বে পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। শেষে স্বাধীনতা যুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে, সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তলন, বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশপ্রহনে,কুজ কাওয়াজ ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসাহাক আলী, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভুমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীসহ উপজেলা সকল কর্মকর্তা ও কর্মচারী, সাংবাদিকগন উপস্থিত ছিলেন। 




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com,  dainikbarisalerpran@gmail.com