পিরোজপুরে রিক্সা চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা

আপলোড সময় : ২১-০৩-২০২৫ ১০:৫০:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৩-২০২৫ ১০:৫০:০৭ অপরাহ্ন

 
 
বিশেষ প্রতিনিধি :
 
পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রামে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে এক রিকসাচালকে হত্যা করা হয়েছে, শুক্রবার (২১ মার্চ ২০২৫ ইংরেজি)  দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। 
 
নিহত সাব্বির সিকদার (২৫) পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি এলাকার হারুন সিকদারের ছেলে। সাব্বিরের ৫ বছর বয়সী একটি সন্তান রয়েছে। বৃহস্পতিবার আনুমানিক রাতের গভীরে  কোন এক সময়ে হত্যাকারীরা বাড়ি থেকে৷ প্রায় দুই কিলোমিটার দূরে সাব্বিরকে হত্যা করে ওদনকাঠি গ্রামে একটি ইটের রাস্তার পাশে ফেলে রাখে। হাতুড়ির আঘাতে তার মাথা পুরোপুরি থেতলে গেছে। 
 
শুক্রবার সকালে স্থানীয়রা সাব্বিরের মৃতদেহ নির্জন রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পিরোজপুর সদর থানায় খবর দেয়। পরবর্তীতে পিরোজপুর সদর থানা পুলিশ, পিবিআই ও সিআইডি পুলিশের আলাদা টিম ঘটনাস্থল পরিদর্শন করে। 
 
নিহতের পিতা হারুন সিকদার জানান, বৃহস্পতিবার বিকেলে নিজের ব্যাটারিচালিত রিক্সা নিয়ে ঘর থেকে বের হয়েছিল সাব্বির। এরপর নির্ধারিত সময়ে সে রাতে বাড়ি না ফেরায়, স্বজনরা তার মোবাইলে ফোন করে। তবে সেটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তারা বিভিন্ন স্থানে সাব্বিরের খোঁজ করেও ব্যর্থ হয়। এরপর সকালে সাব্বিরের মৃতদেহ দেখে সেটি সনাক্ত করে। তবে ঘটনাস্থলে তার রিকসাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে সাব্বিরের রিকসাটি নেওয়ার জন্য কিংবা মাদক সংক্রান্ত বিষয়ের জেরে সাব্বিরকে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানায় সাব্বির মাদক সেবনের সাথে জড়িত ছিল। 
 
ঘটনাস্থল পরিদর্শন শেষে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম)  মোঃ মুকিত হাসান খান জানান, এখন পর্যন্ত সাব্বিরকে হত্যার কারণ উদঘাটন করা যায়নি। তবে হত্যাকান্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। ঘটনা পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর  সদর থানার ওসি মোহাম্মদ  আব্দুস সোবহান, সেকেন্ড অফিসার মোল্লা রমিজ জাহান জুম্মা সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com,  dainikbarisalerpran@gmail.com