​ব্রাহ্মণপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল ও নতুন ভবন উদ্বোধন

আপলোড সময় : ২০-০৩-২০২৫ ১১:১৪:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৩-২০২৫ ১১:১৪:০৯ অপরাহ্ন



মোঃ অপু খান চৌধুরী।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল ও মাদ্রাসার মসজিদ ও হিফজ খানার নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল ২০ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে এ ইফতার মাহফিল ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাইনুদ্দিন সাঈদ এর সঞ্চালনায় ও জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সভাপতি মো: আবদুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ড. হিফজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দারুল ইহসান ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবদুল মতিন,বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান এডভোকেট ড. মোবারক হোসাইন, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, সুলতানপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কবির আহমদ।


 উপস্থিত ছিলেন, সাদকপুর ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবদুল আওয়াল, মাওলানা রফিকুল ইসলাম, শাহজালালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা মোঃ রেজাউল করিম। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]