আব্দুল মঈন চৌধুরী। সিলেটের একজন সুনামধন্য শিক্ষক।
শাহপরান স্কুল ও মিরাবাজার জামেয়া স্কুলের প্রাক্তন শিক্ষক। সিলেট শিক্ষা বোর্ডের মাধ্যমিক বিভাগের সাবেক প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন।সিলেট জেলা ছাত্রদলের নেতা আব্দুল মোতাকাব্বির চৌঃ সাকি আব্দুল মঈন চৌধুরীর একমাত্র ছেলে। ফ্যাসিবাদের আমলে চুটিয়ে বছর দেড়েক প্রেম করে এবং অবৈধ শারীরিক সম্পর্কের পরে বিয়ে করেন, জকিগঞ্জের পলাশপুরের আব্দুল মানিকের মেয়ে তানজিদা জান্নাত মিলিকে। মিলি গ্রান্ড সিলেট এর হাউজকিপিং এ চাকরী করেন। সাকি নিজ পিতাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে নির্যাতন করেন। বাড়ি ঘর দখল করে মা-বাবাকে বের করে দেয়া উদ্দেশ্য ছিল।
যদিও পিতা ঐ ছাত্রদল নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেন। যার কাগজপত্র তিনি ফেসবুকে আপলোড করেছেন। পিতাকে নির্যাতনের ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নিজ পিতার উপর ছেলের নির্যাতন ও অন্যান্য ডকুমেন্ট পিতা নিজেই ফেসবুকে আপলোড করেছেন।