​বোয়ালখালীতে ছাত্রদের বিক্ষোভ

আপলোড সময় : ১১-০৩-২০২৫ ০২:২২:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৫ ০২:২২:২১ পূর্বাহ্ন



এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

চট্টগ্রামের বোয়ালখালীতে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার (১০ মার্চ) দুপুর ২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ মিছিল পৌর সদরে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে বুড়ি পুকুর পাড় এলাকা প্রদক্ষিণ করে মিছিলটি শহীদ মিনার চত্বরে শেষ হয়। বিক্ষোভকারীরা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

বক্তারা বলেন, “ধর্ষকদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো তালবাহানা মেনে নেওয়া হবে না।” তারা আরও বলেন, দেশে নারী নির্যাতন, হত্যা, চুরি ও ছিনতাই বাড়ছে, যা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে তার দায়ভার নিতে হবে।

 সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির বোয়ালখালী শাখার নাজমুস সাকিব তামিম, ছাত্র প্রতিনিধি ওবাইদুল মোস্তফা মো. মাহির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য ফয়সাল রাইহান, আরিফুর ইসলাম, মহানগর সংগঠক নিবরাস বিন, ছাত্র প্রতিনিধি সানজিদা, সাইমা ও সাথী।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]