গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় গৌরীপুর উপজেলা পরিষদ চত্বর অফিসার্স ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান।
উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিহাব উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জলি, বিএনপি ময়মনসিংহ উত্তর জেলা শাখার সদস্য হাফেজ আজিজুল হক, জামায়াতে ইসলামী গৌরীপুর শাখার আমীর মাওলানা বদরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোতালেব, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমীন, সাবেক সভাপতি বেগ ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা প্রমুখ।
পরে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও জুলাই-আগষ্টের শহীদদের স্মরণ ও আত্মার মাগফেরাত কামনায় দোয়া পড়ানো হয়।