মোঃ কাওছার আহম্মেদ, রাঙ্গাবালী (পটুয়াখালী)
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী সদর ইউনিয়ন শাখা সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলার পুলঘাট আবুল হোসেন কেরাতুল কুরআন মাদ্রাসা মসজিদে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ডাঃ মোঃ নুরুজ্জামান গাজীর সভাপতিত্বে ও মোঃ নাজমুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখার সভাপতি এম এ ইউসুফ আলী।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা মোঃ ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) মুসাদ্দেক হোসেন বাচ্চু হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম, কোষাধক্ষ্য মুফতি মাহবুবুর রহমান।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ জহির উদ্দিন আহমেদ।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখার দায়িত্বশীলসহ সকল সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।