এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি,
পটুয়াখালীর মির্জাগঞ্জে দক্ষিণাঞ্চলের প্রখ্যাত সূফী সাধক হযরত ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (র.) এর দরবার শরীফে দুইদিন ব্যাপী বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আগামীকাল থেকে শুরু হচ্ছে।
এ মাহফিলে প্রথমদিন রবিবার (৯ মার্চ) তাফসির ও ওয়াজ নসিহত পেশ করবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ক্বারী আব্দুল রহিম আল মাদানী।
দ্বিতীয় ও শেষদিন সোমবার (১০ মার্চ) ওয়াজ নসিহত পেশ করবেন, মুফাসসিরে কোরআন ও খ্যাতনামা বক্তা হযরত মাওলানা মোফাজ্জল হোসাইন আব্বাসী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা এম হাসিবুর রহমান- সিলেট। এছাড়াও দেশ বরেণ্য স্থানীয় ওলামায়ে কেরামগন উপস্থিত থেকে মূল্যবান ওয়াজ নসিহত পেশ করবেন।
এতে সভাপতিত্ব করবেন, জেলা প্রশাসক ও হযরত ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (র.) মাজার ওয়াকফ এস্টেটের সভাপতি আবু হাসনাত মো. আরেফীন।
শেষ দিন মির্জাগঞ্জ দরবার শরীফ জামে মসজিদের ইমাম ও খতিবের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে মাহফিলের আনুষ্ঠানিকতা সমাপ্তি হবে।