হোসেনপুরে দুই গ্রামের সংযোগ ব্রিজটিই মরণ ফাঁদ।

আপলোড সময় : ০৭-০৩-২০২৫ ০৯:৫৩:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৩-২০২৫ ০৯:৫৩:৩০ অপরাহ্ন

মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার:

‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বালিয়ারচর-ডাংরী সংযোগ বলিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে, ব্রিজের ওপর দিয়ে হালকা যানবাহনও চরম ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে।

‎সরেজমিনে দেখা গেছে, বালিয়ারচর-ডাংরি দু গ্রামের সংযোগ ঈমান আলীর বাড়ি সংলগ্ন উঁচা ব্রিজ পুরাতন জরাজীর্ণ, ভাঙ্গা স্লিপারের ওপর দিয়ে যানবাহন চলাচল অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অনেক বছর আগেই ভেঙ্গে পড়েছে দুপার্শ্বের রেলিং।

‎পথচারী ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ। প্রতিদিন যানবাহন, শতশত পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীদের চলাচল করতে হয় ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এলাকাবাসী আরো বলেন, জনগুরুত্বপূর্ণ এ ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন ভুমিকা দেখা যাচ্ছে না। সেতুটি পুনঃনির্মাণের দাবি জানান তারা।

এ ব্যাপারে বর্তমান ইউপি সদস্য রেজাউল করিম রশিদ জানান, ব্রিজটি পুনঃনির্মাণের জন্য উপজেলা এলজিইডি অধিদপ্তর বরাবর প্রকল্প দাখিল করা হয়েছে।

 

‎হোসেনপুর উপজেলা (এলজিইডি) প্রকৌশলী গালীব মুর্শিদ জানান, প্রকল্প পরিচালকের নিকট প্রস্তাবনা পাঠানো হয়েছে অনুমোদন হলেই দ্রুত জরাজীর্ণ সেতুর কাজ শুরু করা হবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]