কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামসের তাবরিজ চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার (০৬ মার্চ) সংগঠনটির সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এতথ্য জানা যায়।
সংগঠনটির নতুন দায়িত্ব প্রাপ্ত সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বলেন, 'চট্টগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদের জন্য মনোনীত হওয়া আমার জন্য এক বিশাল অর্জন এবং অনুপ্রেরণার উৎস। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে এবং আগামী দিনে সমাজ ও সংগঠনের কল্যাণে আরও আন্তরিকভাবে কাজ করতে উৎসাহিত করবে। সবশেষে, আমি প্রত্যাশা করি যে আমরা সবাই মিলে একসঙ্গে এগিয়ে যাবো এবং আমাদের আঞ্চলিক সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো।'
সংগঠনটির সভাপতি শামসের তাবরিজ চৌধুরী বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় আঞ্চলিক সংগঠন চট্টগ্রাম স্টুডেন্ট'স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। এ মহান দায়িত্ব শুধুমাত্র পদপ্রাপ্তদের নয় সকল সদস্যদেরও। বিদায়ী কমিটির নেতৃবৃন্দ ও সকল বড় ভাইবোন ও ছোট ভাই বোন সবাইকে নিয়ে কাজ করতে চাই। এ দায়িত্বে সবার সহযোগিতা কামনা করছি।