মোঃ আইয়ুব চৌধুরী রাজস্হলী
রাঙামাটির রাজস্থলীতে মানুষের দৈনিক প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
রবিবার ২মার্চ) বেলা ২ টার সময় রাজস্থলী বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র।
এসময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর রসিদ, মেমো ইত্যাদি সংরক্ষণ না করা, দ্রব্যসামগ্রীর মূল্য প্রদর্শন না করাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ৩৮ ধারায় রাজস্থলী বাজারস্থ মৃদুল ষ্টোরকে ২,০০০ টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানটি রাজস্থলী বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার এবং প্রশাসক বলেন, রমজান মাসে সকল ব্যবসায়ী যেনো অতিরিক্ত দাম নেওয়া থেকে বিরত থাকেন। সেজন্য আমরা সচেতন করছি। কারো বিরুদ্ধে দ্রব্যমূল্য অতিরিক্ত নেওয়ার অভিযোগ পাওয়া গেলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো এবং এ অভিযান চলমান থাকবে।