নিজস্ব প্রতিবেদক
'বাংলাদেশ আমার অহংকার'-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় অদ্য ২৭/০২/২০২৫ তারিখ আনুমানিক সকাল ০৮.২০ ঘটিকার সময় র্যাব-১৩, সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানী ৭নং ওয়ার্ডস্থ উত্তর জাওরানী গ্রামস্থ জনৈক রাকিবুল ইসলাম এর বসতবাড়ীর উত্তর পার্শ্বে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫২৫ বোতল ফেন্সিডিল জব্দসহ মাদক ব্যবসায়ী ১। নজরুল ইসলাম (৩০), পিতা-মৃত আব্দুল ছামাদ, ২। মোঃ আমিনুর ইসলাম (৫৫), পিতা-মোহাম্মদ আলী, ৩। শ্রী সুধীর চন্দ্র (৩৫), পিতা-ফণি বর্মন এবং ৪। মোঃ রাকিব ইসলাম (৩৬), পিতা-মোঃ আবদার আলী, সর্ব সাং-উত্তর জাওরানি, ওয়ার্ড নং-০৭, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাটদেরকে গ্রেফতার করে। এবং অদ্য ২৭/০২/২০২৫ তারিখ আনুমানিক সকাল ১০.৫০ ঘটিকার সময় র্যাব-১৩, সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ৫নং চন্দ্রপুর ইউপির ৭নং ওয়ার্ডস্থ খামারভাতি পশ্চিমপাড়া গ্রামে জনৈক মোঃ জনাব আলী (৪২), পিতা-জবেদ আলী এর বসতবাড়ীর পিছনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৬৫০ বোতল ফেন্সিডিল জব্দসহ মাদক ব্যবসায়ী ১। খবির উদ্দিন (৭০), পিতা-মৃত জবেদ আলী, সাং-খামারভাতী, ওয়ার্ড নং-০৭, ইউপি: চন্দ্রপুর, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাটকে গ্রেফতার করে এবং ২। মোঃ লাভলু (৪৫), পিতা-খবির উদ্দিন এবং ৩। মোঃ জাকির হোসেন (৪০), পিতা-খবির উদ্দিন, সর্বসাং-খামারভাতী, ওয়ার্ড নং-০৭, ইউপি: চন্দ্রপুর, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাটদ্বয় সুকৌশলে পালিয়ে যায়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।