কচুয়ায় P&G প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৮-০২-২০২৫ ০৪:৫৯:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৫ ০৪:৫৯:১৯ পূর্বাহ্ন



উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি।
নিরাপদ পানি নিশ্চিতের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক পরিচালিত P&G প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 
২৭ ফেব্রুয়ারী সকাল ১১ টায় P&G প্রজেক্ট কচুয়া এরিয়া প্রোগ্রাম এর আয়োজনে কচুয়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অবহিতকরণ সভায় কচুয়া এপি ম্যানেজার এলিস মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ,

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসম মাহাবুবুল আলম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মোঃ রায়হান হোসেন, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সভাপতি তুহিন খান, সাংবাদিক খান সুমন, কচুয়া এপির প্রোগ্রাম অফিসার লিপি পান্ডে,সমর হালদার , রোজনীল নুপুর ঘরামী সহ এপির অন্যান্য কর্মকর্তা।
এদিন অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে পানি বিশুদ্ধকরণ বিষয়ে আলোচনার পাশাপাশি P&G পাউডার দিয়ে সরাসরি খালের পানি দিয়ে পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া শিখানো হয়।
এ প্রজেক্ট এর আয়োতায় এপির মাধ্যমে ১ হাজার ৭ শত ২৫ পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ২ টি করে দশ লিটারের বালতি ও প্রতি তিন মাস অন্তর অন্তর ঐ সকল পরিবারকে ৯০ প্যাকেট করে পানি বিশুদ্ধকরণ P&G পাউডার বিতরণ করা হবে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com,  dainikbarisalerpran@gmail.com