নবীন পুলিশ কর্মকর্তাদের জন্য পেশাদারিত্ব ও ন্যায়বিচারের বার্তা; স্বরাষ্ট্র উপদেষ্টার

আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০৫:৪৪:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০৫:৪৪:২৯ অপরাহ্ন

 

 

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, নবীন পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালন করতে হবে। থানায় এসে মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। রাবিবার (২৩ ফেব্রæয়ারী) সকাল ১০টায় বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা, রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ৪০ তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। কুচকাওয়াজের শোভা বর্ধনের জন্য তাদের সাথে একাডেমীর অন্য প্রশিক্ষনার্থীরা মোট ১০টি কনটেইনজেন্টে বিভক্ত হয়ে সমাপনী কুচকাওয়াজে যোগ দেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহন করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি তার ভাষণে উপদেষ্টা বলেন, জুলাই ও আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে যে নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে সেই চেতনাকে ধারণ করে পুলিশ বাহিনীর গৌরবকে আরো সমুন্নত রাখার পরামর্শ প্রদান করেন। নবীন কর্মকর্তাদের কোন দলের আজ্ঞাবহ হয়ে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অনায্য ও অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ না করার জন্য বলেন। নবীন কর্মকর্তাদের নিকট সমাজে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর হয়ে প্রজাতন্ত্রের নাগরিক হয়ে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে আইন অনুযায়ী তাদের প্রাপ্য সেবা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন। প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, বাংলাদেশ রাষ্ট্র সকল নাগরিকের, কোন দলের নয়, কোন গোষ্ঠীর নয়, কোন সম্প্রদায়ের নয়।

 

বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী, যাঁরা সুনির্দিষ্ট আইন মেনে চলেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের সকল নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবে। তারা কোন দলের তল্পিবাহক হয়ে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অনায্য ও অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করবেনা আজকের এই সমাপণী অনুষ্ঠানে আপনারা এই শপথে বলীয়ান হবেন।

 

এই ব্যাচের মোট ৬৬ জন প্রশিক্ষনার্থী ছিলেন যাদের অন্তত চার মাস পূর্বে সমাপনী কুচকাওয়াজে অংশ নেবার কথা ছিলো। নানা জটিলতায় সেটি আটকে যায়। অবশেষে বিভিন্ন অভিযোগে এ ব্যাচের ৬ শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার অব্যহতি পান। এ কারণে আজকের কুচকাওয়াজে ৪০ তম বিসিএস পুলিশ ক্যাডারের বাকি ৫৭জন ও ৩৮ তম বিসিএস পুলিশ ক্যাডারের ৩জন শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার অংশ নেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]